যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি এয়ারপোর্ট থেকে উড্ডয়নকালে ঘন কুয়াশার কবলে পড়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ওই উড়োজাহাজের পাঁচ আরোহীই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উড়োজাহাজের পাইলট ৭০ বছর বয়সী জন শ্যানন, তার কন্যা অলিভিয়া শ্যানন (২৪) ও ভিক্টোরিয়া শ্যানন (২৬), ভিক্টোরিয়ার স্বামী পিটার ওর্থিংটন (২৭) এবং তাদের পারিবারিক বন্ধু ক্রিস্টা ক্লাইটন (৩২)।
স্থানীয় সময় রবিবার সকালে ফ্লোরিডার বার্তো শহরের মিউনিস্যাপাল এয়ারপোর্টে এ দুর্ঘটনা ঘটে। আরোহীরা একই পরিবারের সদস্য, কেবল একজন তাদের স্বজন। পারিবারিক ভ্রমণে বের হয়েছিলেন তারা।