করোনাভাইরাসে বিশ্বব্যাপী বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর হার। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশটিতে আরো মৃত্যু হয়েছে ২,৪৯৪ জনের।
এদিকে, সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,২৬৫ জন, যা করোনায় বিশ্বজুড়ে মোট মৃতের এক চতুর্থাংশ!
সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। শুক্রবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ১,২৫৮ জনের।
মৃতের তালিকার মতো আক্রান্তের তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।