মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ব্যারি শক্তি ও গতি দ্রুত বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার এ ঘূর্ণিঝড়ের ফলে ভূমিধস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে জরুরি অবস্থা ঘোষণা পত্রে।
লুইসিয়ানার গর্ভ্নর জর বেল এডওয়ার্ড ভয়াবহ এ দুর্যোগের বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। তবে এ বিষয়ে রাজ্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে, ধীরগতিতে অতিবাহিত হওয়া ঝড় থেকে সৃষ্ট বন্যার ক্ষেত্রে ঝুঁকি বেশি। এদিকে রাজ্যে ২৫-৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হওয়া মিসিসিপি নদীর পানি বন্যা সীমার কাছাকাছি চলে এসেছে। মিসিসিপি নদীর পানি ২০ ফুট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ১৯৫০ সালের পর সর্বোচ্চ।
শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের কারণে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে ঢেউ ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এরইমধ্যে সেখানে বজ্রসহ বৃষ্টিপাত ও তাৎক্ষণিক বন্যা হয়েছে। তাই সকলকে সর্তক থাকতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।