মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে চীনা মালিকানায় থাকা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। ১ আগস্ট, শনিবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
টিকটক অ্যাপটির মালিক চীনা সংস্থা বাইটড্যান্স। তবে এই অ্যাপটির বিরুদ্ধে তথ্য সংগ্রহের অভিযোগ করে আসে মার্কিন প্রশাসন। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র থেকে টিকটক নিষিদ্ধ করছি।’
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা জানান, মার্কিনিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হতে পারে। এ বিষয়ে তারা উদ্বেগও প্রকাশ করেছেন।
এদিকে টিকটকের মুখপাত্র হিলারি ম্যাককুইড যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। তবে ওয়াশিংটন পোস্টে’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টিকটকের দীর্ঘমেয়াদি সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী।’
যুক্তরাষ্ট্রের প্রায় আট কোটি সক্রিয় মাসিক টিকটক ব্যবহারকারী রয়েছেন। এতে করে এই নিষেধাজ্ঞা বাইটড্যান্সের জন্য এক বড় ধাক্কা।