এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। ওয়াশিংটনের সিয়াটল শহরে স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ প্রধান জানান, বন্দুকধারীর গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে দুইজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপর পুরো এলাকা ঘিরে ফেলেছেন আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যরা। এছাড়া ওই এলাকায় জনসাধারণের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে।