যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আলাস্কার যুপিক গ্রামে স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে । যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর বিধ্বস্ত হয়। আর বিমানটিতে পাইলট সহ মোট ৫ জন আরোহী ছিলেন। তবে নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে । এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে।