যুক্তরাষ্ট্রে দুটি পৃথক ঘটনায় এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে। কেনটাকি অঙ্গরাজ্যে ঘটা ওই ঘটনার পরে বন্দুকধারী আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ গুলির কারণ জানাতে পারেনি। এর একদিন আগে একই রাজ্যে দুই পুলিশ গুলিতে নিহত হয়। এই ঘটনার কারণ জানতেও তদন্ত করছে পুলিশ।
জনসন কাউন্টির শেরিফ ডোয়েন প্রাইস স্থানীয় সময় রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার বিকেল ৪টায় পেইন্টসভিলের একটি গ্রাম থেকে ৯১১ তে ফোন পায় পুলিশ। একটি বাড়িতে গিয়ে পুলিশ দুইজনকে মৃত অবস্থায় পায়। পরে বন্দুকধারীর খোঁজ চালায় পুলিশ।
এরপর ৯১১ তে আরেকটি ফোন আসে। তখন পুলিশের উপ-প্রধানসহ অন্যান্য পুলিশ সদস্যরা পেইন্টসভিলের একটি অ্যাপার্টমেন্টে যান। সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে বন্দুকধারীও আছে।
প্রাইস বলেন, এটা খুবই ভয়ংকর হত্যাকান্ড যা আমি আমার ৩৪ বছরের পেশাগত জীবনে দেখিনি। ঘটনার কারণ এখনো জানা যায়নি বলে তিনি জানান।