সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রোববার দুপুর থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ শুক্রবার হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনে এক ঘোষণায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘রুশ, মার্কিন ও জর্ডানের বিশেষজ্ঞরা দারা, কুনেইত্রা ও সোয়েইদায় একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সমঝোতা স্মারকে সম্মত হন।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দামেস্কের স্থানীয় সময় ৯ জুলাই দুপুর থেকে এই অঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর হবে।’ খবর এএফপি’র।
হামবুর্গে চলা জি২০ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এ সময়ে কথা বলার সময়ে তিনি এসব তথ্য জানান।
এদিকে এটাই বিশ্বের ক্ষমতাধর দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক।
সম্প্রতি সিরীয় সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় বেশ কয়েকটি গোলা লক্ষ্যচ্যূত হয়ে ইসরাইল অধিকৃত গোলান উপত্যাকায় আঘাত হানলে এর জবাবে ইসরাইল যেই স্থানগুলোতে হামলা চালায় চুক্তিতে সেই এলাকাগুলোকেও নিরাপদ অঞ্চলের অন্তর্ভূক্ত করা হয়েছে।