ওয়াশিংটনের মধ্যরাতে পৌঁছানোর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম আমেরিকা সফর শুরু হয়েছে।
তিনদিনের সফরে ওয়াশিংটন ডিসি-র জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সেখানে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ভারতীয়রা। ভারত মাতা কি জয় এবং মোদী-মোদী ধ্বনিতে অভ্যর্থনা জানানো হয় তাঁকে।
মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কেমন হবে সেদিকে তাকিয়ে আছেন অনেকেই। মোদীর আমেরিকা সফর ঘিরেও জল্পনা তুঙ্গে। তবে হোয়াইট হাউস সূত্রের খবর, মোদীই প্রথম রাষ্ট্রনেতা যিনি ট্রাম্পের সঙ্গে বসে ডিনার করবেন হোয়াইট হাউসে।
মোদী পৌঁছনোর আগেই হোয়াইট হাউসের তরফ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, এটা একটা স্পেশাল ভিজিট। ট্রাম্পের সঙ্গে ওয়ার্কিং ডিনারে যোগ দেবেন মোদী। এই প্রথম কোনও বিদেশি অতিথির সঙ্গে ডিনার করবেন ট্রাম্প। তাই মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।