বিশ্বকাপের পর ক্রিকেটাররা যেমন ব্যস্ত হয়ে পড়েছে তেমনি এবার ব্যস্ত হবার পালা ভক্ত-সমর্থকদেরও। শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সিরিজের সবকটি ম্যাচই আয়োজন করা হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ২৮ ও ৩১ জুলাই বসবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই দিবারাত্রির। শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে সনি পিক্সার্স স্পোর্টস নেটওয়ার্ক। শ্রীলঙ্কায় সনি সিক্স চ্যানেলে দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ। এছাড়া বাংলাদেশ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে গাজী টিভি (জিটিভি)।
সনি সিক্স এবং গাজী টিভি ছাড়াও অনলাইনে সনি লিভ অ্যাপ ও র্যাবিটহোল বিডি’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে সিরিজের ম্যাচগুলো।
এক নজরে দেখে নেবো কোন চ্যানেলে দেখাবে ম্যাচগুলো
বাংলাদেশ – বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গাজী টিভি (জিটিভি), মাছরাঙা
শ্রীলঙ্কা ও ভারত – সনি সিক্স, সনি সিক্স এইচডি এবং সনি লিভ।
দক্ষিণ আফ্রিকা – সুপার স্পোর্টস সিক্স এবং সুপারস্পোর্টস অ্যাপ
মার্কিন যুক্তরাস্ট্র ও কানাডা – উইলো এক্সট্রা
মালয়েশিয়া – এস্ট্রো ক্রিকেট
এছাড়া সারা বিশ্বে ও র্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমেদেখা যাবে ম্যাচগুলো।