ডিএমপি নিউজ: বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৩) কিছু এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন অথবা অপসারণ কাজের জন্য প্রায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনে গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন অথবা অপসারণ কাজের জন্য আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা রাজধানীর তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, একই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।