আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৩) কিছু এলাকায় জরুরি মেরামতের জন্য প্রায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনে জরুরি মেরামতের জন্য আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধবদী (নরসিংদী) পৌরসভা, বিরামপুর কালীবাড়ি রোডসহ নুরালাপুর ইউনিয়ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, একই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।