একাধিক ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। পয়লা নভেম্বর থেকেই এই নতুন নিয়ম আসতে চলেছে। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এমন নিয়ম জারি হয়েছে৷ ব্যবহারকারীরা যদি এখনই তাদের চ্যাটের ব্যাক আপ না রাখেন তাহলে সমস্যায় পড়তে পারেন। হোয়াটসঅ্যাপ অনেক ডিভাইসে কাজ নাও করতে পারে নভেম্বর মাস থেকে।
হোয়াটসঅ্যাপ চালিয়ে যেতে আপনাকে হোয়াটসঅ্যাপ চলতে পারে তেমন ফোনে কাজ করতে হবে। তবে আইফোনের ডিভাইসগুলিতে কাজ করবে। তাই যাদের ফোনে হোয়াটসঅ্যাপ ৪.০ কিংবা তার পুরনো ভার্সান রয়েছে তাদের ফোনে কজ করবে না। সোমবারের আগেই তাই সাবধান হোন।
কীভাবে বুঝবেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে কি করবে না? এর জন্য চেক করে নিন এভাবে-
ফোনে Visit Settings > About phone এ গিয়ে দেখে নিন শেষ আপডেটের বিষয়ে।
যদি ফোন Android 4.0.4 র কম হয় তাহলে বদলাতে হবে ফোন, নচেত কাজ করবে না।