সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৮৪২টি সেতু এবং ৩ হাজার ৫৪৬টি কালভার্ট নির্মাণ ও পুন:নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে ওয়ার্কাস পার্টির সদস্য বেগম হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব তথ্য জানান। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রূপকল্প ২০২১ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জন এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ৪ হাজার ৫৯১ দশমিক ৮২ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণ করা হয়েছে।
এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর ৪ হাজার ৪৫১ দশমিক ৮২ কিলোমিটার মহাসড়ক কার্পেটিং ও সীলকোট করেছে।
তিনি বলেন, ১ হাজার ৮১৩ কিলোমিটার সড়ক ডিবিএসটি এবং ৬ হাজার ৯২৫ কিলোমিটার সড়ক ওভারলে করা হয়েছে। সেতুমন্ত্রী বলেন, মহাসড়ক নেটওয়ার্কের আওতায় ৩৯টি ফেরিঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ১২০ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ১০টি ফেরি ও ৬টি নতুন পন্টুন নির্মাণ করা হয়েছে। এছাড়া ১৭টি ইঞ্জিন ও প্রপালশন ইউনিটসহ ২৭টি নতুন ইঞ্জিন সংগ্রহ করা হয়েছে। এছাড়া ৯টি ইঞ্জিন ওভারহলিং এবং ১৯টি ফেরি ২৬টি পন্টুন মেরামত করা হয়েছে। বিগত ৯ বছরে ৩৭৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হয়েছে। এছাড়া ১০১ দশমিক ৮ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলছে। রাজধানী ঢাকার সাথে দেশের বিভিন্ন জেলার মহাসড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ চলমান রয়েছে।