ডিএমপি নিউজঃ আজ (১৭ মার্চ ২০২২) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ) এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অতিরিক্ত আইজিপি মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।
এ চিত্রাংকন প্রতিযোগিতায় কোমলমতি শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ৬-৯ বছর, ৯-১৩ বছর ও ১৩-১৮ বছর পর্যন্ত তিনটি বিভাগে ভাগ করে চিত্রাংকন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার সংগ্রাম ও আদর্শের গল্প, শিশুদের মনে বঙ্গবন্ধু প্রভৃতি বিষয় উঠে এসেছে শিশুদের রং তুলির আঁছড়ে।
প্রতিযোগিতা শেষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), গুলশান বিভাগের উপ- পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) ও বাংলাদেশ পুলিশের অন্যান্য ঊদ্ধতন কর্মকর্তাগণসহ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রনজিৎ দাস।