ডিএমপি নিউজঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির আয়োজনে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।
আজ শনিবার বেলা এগারোটার দিকে এ রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ব্রাইট সান কিন্ডার গার্টেনএন্ড হাই স্কুল, শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুল ও ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ।
রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী উল্লেখিত স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুল ওয়ারীশ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, কমিউনিটি পুলিশ, বায়েজীদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।