ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) বাংলাদেশে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা এবং সরকারের দেয়া সুযোগ-সুবিধা গ্রহণের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহবান জানিয়েছে।
সিডনিতে অস্ট্রেড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান এ আহবান জানিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তাছাড়া চীন, ভারত ও জাপানও বিশেষ রফতানি অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
১৯ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত দশম ওয়ার্ল্ড কংগ্রেসে যোগদানের জন্য ১৮ সেপ্টেম্বর মাহবুবুর রহমানের নেতৃত্বে আইসিসি বাংলাদেশের ১৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলটির সিডনি সফরকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক সারা দেশে একশ’টি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং একই সঙ্গে বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার অনুমতিদানের কথাও বলেন।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন সেখানে অস্ট্রেড কর্মকর্তাদের সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার সরকারি নীতি তুলে ধরে বক্তব্য রাখেন।বৈঠকে অন্যান্যের মধ্যে আইসিসিবি’র সহ-সভাপতি ও এয়ারলিংকস লি.-এর চেয়ারম্যান রোকিয়া আফজাল হোসেন, আইসিসিবি’র নির্বাহী বোর্ড সদস্য ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, আইসিসিবি’র নির্বাহী বোর্ড সদস্য ও প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।