আগামীকাল রবিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে তিনি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহম্মদ জয়নাল আবেদিন বলছিলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল চার দিনের সফরে কিশোরগঞ্জে তাঁর গ্রামের বাড়ি যাচ্ছেন।’ আগামীকাল দুপুর দুটার দিকে রাষ্ট্রপতিকে নিয়ে একটি হেলিকপ্টার কিশোরগঞ্জের উদ্দেশে রওয়ানা দিবে।
স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টায় মিঠামাইন উপজেলার আব্দুল হামিদ মিলনায়তনে রাষ্ট্রপতি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
কিশোরগঞ্জে তাঁর চার দিনের সফরকালে তিনি বাজিতপুর কলেজ, কটিয়াদী পাইলট মডেল হাই স্কুল ও জেলার কিশারগঞ্জ সার্কিট হাউসে কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন।
বুধবার বিকেল ৫টায় হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।