পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ।
শনিবার চেম্বার সভাপতি মাহবুবুল আলম চেম্বার হাউস সম্মুখে এই কার্যক্রমের উদ্বোধন করেন ।
এ সময় তিনি বলেন,সাধারণ মানুষ যাতে সহনীয় পর্যায়ে ভোগ্যপণ্য কিনতে পারে সেজন্য চেম্বার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ভর্তুকি মূল্যে সাধারণের মাঝে বিক্রয় করে আসছে। তাই চাল, চিনি ইত্যাদি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে বিক্রয় করা হচ্ছে।
উল্লেখ্য,ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলবে। প্রতি কেজি আতপ চাল ২৮ টাকা, সিদ্ধ চাল ২৮ টাকা এবং চিনি ৫০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।