বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারে চাহিদার চেয়ে অনেক বেশি মজুত রয়েছে। পণ্য সরবরাহও স্বাভাবিক রয়েছে। কোন পণ্যের সংকট বা মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই। চিনি, ছোলা, ভোজ্যতেল, ডাল, খেজুরসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য চাহিদার তুলনায় অনেক বেশি আমদানি করা হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসালাম এর রাষ্ট্রদূত খাজা মাতুরাই ডিমটি হাজি মাসরির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ব্যবসায়ীদের সততার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোন পণ্যের মূল্য বৃদ্ধি বা কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত দিনের মত শুধু রোজা নয়, সারা বছর পণ্যের বাজার স্থিতিশীল থাকবে।
তোফায়েল আহমেদ বলেন, পবিত্র রমজান শুরুর আগে একসঙ্গে অনেক বেশি পণ্য না কিনে, ভোক্তাগণ নিশ্চিন্তে স্বাভাবিক নিয়মে পণ্য ক্রয় করতে পারেন। অনেকে অপপ্রচার চালিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে দেশের প্রচার মাধ্যম গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে এ কাজ করতে না পারে। সরকার এ বিষয়ে সচেতন রয়েছে।