পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সরকারি কমর্চারীদের জন্য পাঁচ ঘন্টা ডিউটি টাইম ঘোষণা করেছে। আর প্রাইভেট বা বেসরকারি কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয়েছে ছয় ঘন্টা।
সারা আমিরাতে রমজানে সরকারি কর্মচারীদের ডিউটি টাইম সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা করা হয়েছে। আমিরাতের ফেডারেল অথরিটি ফর হিউম্যান রিসোর্সেস (এফএএইচআর) এর সার্কুলারে এ ঘোষণা দেওয়া হয়। আগাম চাঁদ দেখা না গেলে আগামী ২৭ মে আমিরাতে পবিত্র মাহে রমজান শুরু হবে।
অপরদিকে, প্রাইভেট বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহে প্রতিবছরের ন্যায় এবারো অফিস টাইম সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ছয় ঘণ্টা থাকবে। অনেক প্রাইভেট বা বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান বা কর্মচারীদের সুবিধামতো সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা ডিউটি টাইম নির্ধারণ করে থাকেন। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব সময়সূচি অনুসারে সর্বোচ্চ ছয় ঘণ্টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, আমিরাতের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে খোলা থাকলেও জুলাই ও আগস্ট দুই মাস গরমের জন্য বন্ধ থাকে।