ডিএমপি নিউজঃ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ডিএমপির দর্শক মাতালো বৈশাখী অনুষ্ঠান। নব বর্ষের প্রথম দিনে “আলোকের এই ঝর্ণাধারায়” শিরোনামে রমনা পার্কের জামতলায় অনুষ্ঠিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত এক মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান।
ব্যস্ততাঘন এই যান্ত্রিক জীবনে নগরবাসীকে পহেলা বৈশাখে বিনোদন দিতে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা পার্কের জামতলায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সূর্যোদয়ের পর থেকেই বেলা যত বাড়তে থাকে জামতলায় ততই জমতে থাকে সংস্কৃতিমনা দর্শনার্থী।
অনুষ্ঠানে একে একে গান পরিবেশনা করে দর্শকদের মুগ্ধ করেন নগর বাউল জেমস, কর্ণিয়া, শাহনাজ বেলী, কাজী শুভসহ ডিএমপি’র সাংস্কৃতিক পরিষদ ও পুলিশ নারী কল্যাণ সমিতির কন্ঠ শিল্পীরা। শিল্পীদের অভিনয়, নৃত্য, যাত্রাসহ অন্যান্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন- ‘আমাদের পুলিশ এখন জনগণের পুলিশ। পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে কোন অশুভ শক্তি বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না ’।
তিনি আরও বলেন- ‘আমার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি সুন্দর বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। সব বয়সের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বর্ষবরণ করছে। আপনারা নিশ্চয় দেখেছেন পুলিশ আপনাদের নিরাপত্তা ও সেবা দিতে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করছে এবং প্রত্যেককে চেক করে অনুষ্ঠানস্থলে আসতে দিচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান’।

ডিএমপি কর্তৃক আয়োজিত রমনার জামতলায় বর্ষবরণ অনুষ্ঠানে নগর বাউল জেমস্
ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম বলেন- ‘বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করার জন্য জনস্রোতের ঢল নেমেছে নগর জুড়ে । প্রতিটি অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে, বর্ণাঢ্য সাজে ও কঠোর নিরাপত্তায় সম্পূর্ণ হয়েছে। এবারের মঙ্গল শোভাযাত্রা অন্যরকম মর্যাদা পেয়েছে। জাতিসংঘের ইউনেসকো আমাদের মঙ্গল শোভাযাত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হতে শুরু হয়ে এবারের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বারো হাজার লোকের সমাগমে শেষ হয়েছে’।
তিনি আরও বলেন- ‘আমরা আপনাদের নিরাপত্তা দেয়ার জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছি। জন নিরাপত্তার জন্য আপনাদের অনুষ্ঠানস্থলে আসার পূর্বে তল্লাশী করা হয়েছে। আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই’। এবারের পহেলা বৈশাখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা হিসেবে নগরবাসীকে ৫০ হাজার বিশুদ্ধ পানির বোতল, ফুল, বাতাসা প্রভুতি নানা রকম ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানে উচ্ছস্বিত সংস্কৃতিমনা দর্শকের একাংশ
উক্ত অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ডিএমপি নিউজ। বৈশাখি টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করেছে আইএফআইসি ব্যাংক, ভিশন ইলেক্ট্রনিক্স।