ডিএমপি নিউজ: রাজধানীর রমনা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হারুন, মোঃ আলাল হোসেন, মোঃ জয়নাল হাওলাদার, মো: আনিছ, মোঃ আলম ও মোঃ রিপন।
বুধবার (৩ মে ২০২৩ খ্রি.) সন্ধ্যা ৭:২৫টায় রমনা মডেল থানার দি গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস.এম. হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে জানান, কতিপয় দুষ্কৃতিকারী রমনা মডেল থানার দি গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে পাকা রাস্তার উপর পিকআপযোগে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হারুন, আলাল, জয়নাল, আনিছ, আলম ও রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২টি চাকু, ১টি চাপাতি, ২টি লোহার রড ও ডাকাতিতে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা রমনা এলাকায় ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।