ডিএমপি নিউজ: রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- অজিত চন্দ্র বর্মন। এসময় তার হেফাজত হতে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল ৪:৩৫টায় রমনা মডেল থানার বিজয় নগর নর্থ সাউথ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী রমনা মডেল থানাধীন বিজয় নগর নর্থ সাউথ রোডের নিউ বিক্রমপুর টায়ার সেন্টার এর সামনে রাস্তার উপর গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম এর সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।