ডিএমপি নিউজ: রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- গোবিন্দ চন্দ্র সাহা ওরফে বাবু ও মোঃ রাজিব হোসেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২) দুপুর ২:৪০টায় রমনা মডেল থানার নিউ কাকরাইল রোডস্থ নিউ মৌবন সুপার মার্কেট মুসলিম কাবাব এন্ড রেস্টুরেন্ট, শান্তিনগর এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী রমনা মডেল থানার নিউ কাকরাইল রোডস্থ নিউ মৌবন সুপার মার্কেট মুসলিম কাবাব এন্ড রেস্টুরেন্ট, শান্তিনগর এ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২) দুপুর ২:৪০টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে গোবিন্দ ও রাজিবকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৫০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রাজীবের দেয়া তথ্যমতে একই তারিখ বিকাল ৪:২০টায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকা হতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম(সেবা) এর নির্দেশনায় এডিসি আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।