ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্দ্যেগে গণসচেতনতা সপ্তাহ উৎযাপন উপলক্ষে রমনা মডেল থানার উদ্দ্যেগে আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ২৯ জুলাই ২০১৯ তারিখ দুপুর ১.০০ টায় রমনা মডেল থানাধীন হলিফ্যামিলি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডক্টরস লাইব্রেরীর মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় হলিফ্যামিলি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডাঃ খন্দকার এজাজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার (বিপিএম,পিপিএম), বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম(পিপিএম), রমনা মডেল থানা। এছাড়াও উক্ত কলেজের ডাক্তার, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও একই সময়ে রমনা মডেল থানাধীন কিড্স টিউটোরিয়াল স্কুল প্রাঙ্গনে আরেকটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় কিডস টিউটোরিয়াল স্কুল এর প্রধান শিক্ষিকা অধ্যক্ষ নুসরাত ফারজানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এইচ এম আজিমুল হক, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল আলম সাগর ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য। এছাড়া কলেজ ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান প্রেক্ষাপটে কোন বিশেষ মহলের গুজবে কান না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন শৃংখলা বাহিনীকে সহায়তার আহবান জানান।
এছাড়া ও গণসচেতনতা সপ্তাহ উৎযাপন উপলক্ষে রমনা মডেল থানার ৬টি বিট এর বিভিন্ন এলাকায় মাইকিং লিফলেট বিতরন, বিভিন্ন মসজিদে গত শুক্রবার জুম্মার নামাজের পূর্বে এই বিষয়ে আলোচনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আলোচনা সভা করা এবং মহল্লায় মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।