ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
এ সময় রমনা বিভাগে ৬ জন মোটরসাইকেল চালককে ১ হাজার ২০০ টাকা, লালবাগ বিভাগে ৩ টি দোকানে ৯ হাজার টাকা ও ১ জনকে ২০০ টাকা, ওয়ারী বিভাগে ১টি দোকানে ২ হাজার টাকা, একজন মোটরসাইকের চালককে এক হাজার টাকা ও ২ জনকে ৪০০ টাকা, মিরপুর বিভাগে ৪টি দোকানে ৫ হাজার টাকা, গুলশান বিভাগে ৬টি দোকানে ২ হাজার ৪০০ টাকা এবং উত্তরা বিভাগে ২টি দোকানে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ২৬টি মামলায় ৭টি মোটরযানসহ ১৬টি দোকানে ও ৩ জনকে ৩১ হাজার ৭০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।