ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
এ সময় রমনা বিভাগে ১১টি দোকানে ২০ হাজার ৩০০ টাকা ও একজনকে ২০০ টাকা এবং লালবাগ বিভাগে ১২টি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ২৪টি মামলায় ২৩ টি দোকান ও একজনের বিরুদ্ধে ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।