ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
এ সময় রমনা বিভাগে ১টি দোকানে ১০ হাজার টাকা, মতিঝিল বিভাগে ৮টি দোকানে ১০ হাজার টাকা, লালবাগ বিভাগে ৪টি দোকানে ৩৩ হাজার ৫০০ টাকা, তেজগাঁও বিভাগে ৪টি দোকানে ১ হাজার ৯০০ টাকা ও গুলশান বিভাগে ৬টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ২৩টি মামলায় ২৩টি দোকানে ১ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।