রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে চৌদ্দটি প্রতিষ্ঠান ও চার ব্যক্তি’কে ৪ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা জেলা প্রশাসন বিএসটিআই।
৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ই জুন ২০১৭ সোমবার গুলশান-২ এর রাজধানীর ডিসিসি কাঁচাবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূলে পণ্য বিক্রয় করায় “রহিম আফরোজ সুপার স্টোর (অ্যাগোরা)” এর ব্যবস্থাপক বদরুল আলম’কে ২ লক্ষ টাকা জরিমানা, একই অপরাধে “সফিউল্লাহ মাংস বিতান” এর ব্যবস্থাপক মোহাম্মদ আলী’কে ১০ হাজার টাকা জরিমানা, “জিলাপি ঘর” এর ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান’কে ৫ হাজার টাকা জরিমানা, মোঃ বেল্লাল নামক এক ব্যক্তি’কে ৫ হাজার টাকা জরিমানা, এবং অবৈধভাবে ফুটপাত ও রাস্তার উপর গাড়ী পাকিং করার অপরাধে মোঃ আনিছুর রহমান নামক এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা, ও অবৈধভাবে ফুটপাতের উপর দোকান নির্মাণ করে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করায় “কবির জেনারেল স্টোর” এর ব্যবস্থাপক মোঃ জহিরুল’কে ২০ হাজার টাকা জরিমানা, একই অপরাধে, “ইমন ভ্যারাইটিস স্টোর” এর ব্যবস্থাপক মোঃ বেলায়েত হোসেন, “শাহেরা ক্রোকারিজ” এর ব্যবস্থাপক মোঃ পাবেল মিয়া, মোঃ সালাম নামক এক ব্যক্তি, মোঃ আজাদ নামক এক ব্যক্তি, “নুর হার্ডওয়ার” এর ব্যবস্থাপক মোঃ সোহেল রানা, “আজমির প্যাকেজিং” এর ব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দিন, ও “শরীয়তপুর জেনারেল স্টোর” এর ব্যবস্থাপক মোঃ আসলাম সহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, মঙ্গলবার(৬ই জুন ২০১৭) নিউ মার্কেট এলাকার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূলে পণ্য বিক্রয় করায় “জুসি ফাস্টফুড” এর ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন’কে ২০ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে “নিউ অষ্ট ব্যঞ্জন ইফতারী” এর ব্যবস্থাপক মোঃ মাসুম আলী’কে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মোহাম্মদপুরে বিএসটিআই এর লাইসেন্স বিহীন পন্য বিক্রয় করায় “আগুরা সুপার সপ্” এর ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম’কে ৪০ হাজার টাকা জরিমানা, এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরি করে বিক্রয় করায় “খান ক্যাটারি ক্যাফে” এর ব্যবস্থাপক মোঃ ফারুক’কে ৪০ হাজার টাকা জরিমানা, একই অপরাধে “কারী হাউজ” এর ব্যবস্থাপক মোঃ আল মামুন’কে ২০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।