ডিএমপি নিউজঃ রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ রাকিব হোসেন (২৪) ও মোঃ খোরশেদ আলম (২৮)। গ্রেফতারের সময় রাকিবের হেফাজত থেকে ০১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মে’১৮ বংশাল থানার সিদ্দিক বাজার এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করে মারাত্মক জখম করে। এ সংক্রান্তে গত ৩০ মে’১৮ বংশাল থানায় একটি মামলা রুজু হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব পায় ডিবি (দক্ষিণ) বিভাগের কোতোয়ালী জোনাল টিম। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ৪ জুলাই’১৮ দুপুর ২.৪০ টায় শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী এ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।
রাকিবের বাড়ি লহ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ফতেধর্মপুর পালোয়ান বাড়ি এলাকায় এবং খোরশেদ আলমের বাড়ি একই থানার নন্দীগ্রামে।
এ ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে ডিবি সূত্রে জানা যায়।