রাজধানীতে এপিবিএন-১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ০৩ টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ১৮ জুলাই,২০১৭ ঢাকা মহানগরীর দক্ষিনখান থানা এলাকায় এ অভিযান চালিয়ে আমির হোটেলকে মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ২৫,০০০ টাকা জরিমানা, নিউ এয়ারপোর্ট রোডের মদিনা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ১৫,০০০ টাকা জরিমানা এবং ওয়ান্ডার ইন রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দিনের অপর এক অভিযানে টঙ্গী থানার কেরানীটেক আমতলী বস্তি এলাকা হতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১)। গ্রেফতারকৃতের নাম আখী (৩৫)। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি আটশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।