ডিএমপি নিউজঃ রাজধানীতে নাইজেরিয়ান নাগরিকসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ(ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- ONYEBUCHI HENRY (28), মোঃ শফিকুজ্জামান ওরফে বাচ্চু (২৮), মোঃ জসিম উদ্দিন (৩৭) ও মোঃ লিটন হোসেন (৩২)। এসময় তাদের হেফাজত থেকে ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল, ৩টি সাইড ব্যাগ, বিভিন্ন ব্যাংকের ১৬টি এটিএম কার্ড, ২০ টি চেক বই ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জুনায়েদ আলম সরকার ডিএমপি নিউজকে জানান, গত ১৯ জুন, ২০২০ তারিখ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার মাধ্যমে বাংলাদেশের সরল বিশ্বাসী মানুষের নিকট হতে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করিয়াছে মর্মে স্বীকার করে।
এ সংক্রান্তে ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে ডিবি গুলশান বিভাগ তদন্ত করছে।