রাজধানী ওয়ারীতে আম পাড়তে গিয়ে বিদুৎপৃষ্টে এক কিশোর মারা গেছে।
নিহত কিশোরের নাম বাপ্পি (১৩)। গ্রামের বাড়ি ময়মনসিংয়ের হালুয়াঘাটের গোপীনগরে।বাবার নাম সাহেব আলী।
সোমবার দুপুরে দেলোয়ার নাম এক ব্যক্তি বাপ্পিকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাপ্পি জয়কালী মন্দির পাশে দেলোয়ারের চায়ের দোকান করত এবং সেখানেই থাকতো।
চায়ের দোকানের পাশে আম গাছে উঠে আম পাড়ার সময় বৈদুতিক তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে দ্রুত বাপ্পিকে হাসপাতালে আনা হয়।