ডিএমপি নিউজঃ রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- তোফায়েল আহম্মদ (৬০) ও মোঃ আপন মিয়া (২৮)। এসময় তাদের হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে বলেন, ২৭ এপ্রিল, ২০২১ (মঙ্গলবার) ১৫.২০ টায় মতিঝিল থানার টিএন্ডটি কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।