ডিএমপি নিউজঃ রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ রনি ভূইয়া। এ সময় তাদের হেফাজত হতে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস ডিএমপি নিউজকে বলেন, বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ২:৩৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার এলকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
তিনি বলেন, গ্রেফতারকৃত রনি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে।