ডিএমপি নিউজ: রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৩,৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মনি বেগম(৪০), মোঃ উদয় হোসেন উজ্জল(২৮) ও মোঃ সাইফুল ইসলাম।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারি পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, ২৮ জুন, ২০২০ বিকাল ৬.০০ টায় দক্ষিণখান থানার আর্মি সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।
তিনি জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা রুজু হয়েছে।