ডিএমপি নিউজ রিপোর্টঃ উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বেআইনী। আর তাই উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ।
সোমবার রাজধানীতে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৬০টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।
ট্রাফিক সূত্রে আরও জানা যায়, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮২টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১৯টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৬২টি মামলা ও ৪১টি মোটরসাইকেল আটক করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাফিক সূত্রে জানা যায়।