রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক যুবক।
বুধবার রাত ২টার দিকে স্বামীবাগ এলাকার শক্তি ও সাধনা ঔষধালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালাউদ্দিন রাহেল (২৭) ও রাসেল আকন (২৬)। আহত হয়েছেন মো. হান্নান।
তারা যাত্রাবাড়ীর মীর হাজারিবাগ এলাকার বাসিন্দা।
গেন্ডারিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, তিন বন্ধু লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।
পথে ওই এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে তিনজনেই গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেল ও রাসেলকে মৃত ঘোষণা করেন।
হান্নান চিকিৎসাধীন রয়েছেন। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।