ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ৭ এপ্রিল ২০১৯ রবিবার ১৪তম দিনে রাজধানীতে অভিযান পরিচালনা করে মোট ৬৬৮টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ১৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২০৮টি গাড়ি রেকারিং ও ১৬টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ বাসাবো, বৌদ্ধমন্দির ও সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ টি গণপরিবহন তল্লাশী করে ২০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৩৮টি গাড়ি রেকারিং করে।
ট্রাফিক পশ্চিম বিভাগ শ্যামলী রিং-রোড ও বিজয় স্মরণী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৮ গণপরিবহন তল্লাশী করে ৬০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৪৪টি গাড়ি রেকারিং ও ১৪টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক উত্তর বিভাগ মহাখালী ও কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮০ টি গণপরিবহন তল্লাশী করে ২০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৭৩টি গাড়ি রেকারিং ও ২টি গাড়ি ডাম্পিং করে।
এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ জিরো পয়েন্ট ও নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০টি গণপরিবহন তল্লাশী করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৫৩টি গাড়ি রেকারিং করে ।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/ আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২৩ এপ্রিল, ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।