ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ২য় দিনে রাজধানীতে অভিযান চালিয়ে মোট ৬৭৭টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ২২৪টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৪৬টি গাড়ি রেকারিং ও ৬টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ রাজধানীর খিলক্ষেত, নতুন বাজার ও কোকাকোলা এলাকায় অভিযান চালিয়ে ১৭০টি গণপরিবহন তল্লাশী করে ৩২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৪৩টি গাড়ি রেকারিং করে। ট্রাফিক পূর্ব বিভাগ গুলিস্তান ট্রাফিক বক্স, মৌচাক ক্রসিং ও গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ২১০টি গণপরিবহন তল্লাশী করে ৪১টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৩১টি গাড়ি রেকারিং ও ০১ টি গাড়ি ডাম্পিং করে। ট্রাফিক পশ্চিম বিভাগ মিরপুর মাজাররোড, মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে ১৪৭টি গণপরিবহন তল্লাশী করে ৪৮টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২৭টি গাড়ি রেকারিং ও ৪টি গাড়ি ডাম্পিং করে এবং ট্রাফিক দক্ষিণ বিভাগ কলাবাগান, সাইন্সল্যাব ও আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি গণপরিবহন তল্লাশী করে ১০৩টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৪৫টি গাড়ি রেকারিং ও ১টি গাড়ি ডাম্পিং করে।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/ আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২৩ এপ্রিল, ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।