ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ২০ এপ্রিল ২০১৯ শনিবার ২৬তম দিনে রাজধানীতে অভিযান পরিচালনা করে মোট ৮৬৫টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ১৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২৭৭টি গাড়ি রেকারিং ও ০৭টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ জয় কালী মন্দির, সায়েদাবাদ ও পোস্তগোলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ২৭৫টি গাড়ি তল্লাশী করে ২৭টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ১২৪টি গাড়ি রেকারিং করে।
ট্রাফিক পশ্চিম বিভাগ বসিলা মোড় ও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২১৮টি গাড়ি তল্লাশী করে ৫৩টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৪৪টি গাড়ি রেকারিং ও ০৫টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক উত্তর বিভাগ কুড়াতলী, ৩০০ফিট ও জোয়ার সাহারা এলাকায় অভিযান পরিচালনা করে ১৮২টি গাড়ি তল্লাশী করে ২০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৪৭টি গাড়ি রেকারিং করে।
এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ তাঁতী বাজার ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০টি গাড়ি তল্লাশী করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৬২টি গাড়ি রেকারিং ও ০২টি গাড়ী ডাম্পিং করে ।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর–ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২৩ এপ্রিল, ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।