ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার ২৯তম দিনে রাজধানীতে অভিযান পরিচালনা করে মোট ৮৩৮টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ১৩২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৮২টি গাড়ি রেকারিং ও ০৯টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ চাঁনমারি ও জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে ২৩৫টি গাড়ি তল্লাশী করে ৩০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৭০টি গাড়ি রেকারিং করে।
ট্রাফিক পশ্চিম বিভাগ মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে ১৬১টি গাড়ি তল্লাশী করে ৩৬টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১১টি গাড়ি রেকারিং ও ০৮টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক উত্তর বিভাগ এয়ারপোর্ট রোড, খিলক্ষেত ও ইসিবি এলাকায় অভিযান পরিচালনা করে ১৯২টি গাড়ি তল্লাশী করে ৩১টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৫১টি গাড়ি রেকারিং করে।
এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ জিরো পয়েন্ট ও গোলাপ শাহ্ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০টি গাড়ি তল্লাশী করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৫০টি গাড়ি রেকারিং ও ০১টি গাড়ী ডাম্পিং করে ।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর–ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।