ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ২৪ এপ্রিল ২০১৯ বুধবার ৩০তম দিনে রাজধানীতে অভিযান পরিচালনা করে মোট ৭৭১টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ১৭৭টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৭৭টি গাড়ি রেকারিং ও ৭টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ জয়কালী মন্দির ও দয়াগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০টি গাড়ি তল্লাশী করে ৫২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৩০টি গাড়ি রেকারিং ও ১টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক পশ্চিম বিভাগ মিরপুর-১, টেকনিক্যাল ও শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে ২০১টি গাড়ি তল্লাশী করে ৪৮টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৩৭টি গাড়ি রেকারিং ও ৫টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক উত্তর বিভাগ বাড্ডা, নতুনবাজার ও খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে ২১০টি গাড়ি তল্লাশী করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৬০টি গাড়ি রেকারিং করে।
এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ কলাবাগান ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে ২১০টি গাড়ি তল্লাশী করে ৪২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৫০টি গাড়ি রেকারিং ও ১টি গাড়ি ডাম্পিং করে ।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।