ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার ৩২তম দিনে রাজধানীতে অভিযান পরিচালনা করে মোট ৭৩৬টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ১৩৯টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৮৭টি গাড়ি রেকারিং ও ০৮টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ ধোলাইপাড় ও গুলিস্থান এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৫টি গাড়ি তল্লাশী করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৫১টি গাড়ি রেকারিং ও ০৩টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক পশ্চিম বিভাগ মিরপুর-১৪, দিয়াবাড়ি ও বসিলা এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৬টি গাড়ি তল্লাশী করে ৪০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২৭টি গাড়ি রেকারিং ও ০৪টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক উত্তর বিভাগ আমতলী ও পুলিশ প্লাজা খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৫টি গাড়ি তল্লাশী করে ২৩টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৪৭টি গাড়ি রেকারিং করে।
এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ জিরো পয়েন্ট ও গোলাপ শাহ্ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০টি গাড়ি তল্লাশী করে ৪১টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৬২টি গাড়ি রেকারিং ও ০১টি গাড়ি ডাম্পিং করে ।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।