ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ৩০ মার্চ ২০১৯ শনিবার ৬ষ্ঠ দিন রাজধানীতে অভিযান পরিচালনা করে মোট ৮৪১টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ২১৬টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২২০টি গাড়ি রেকারিং ও ১৪টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ হাউজ ব্লিডিং, কুড়াতলি ও আজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮৯টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৭২টি গাড়ি রেকারিং ও ১টি গাড়ি ডাম্পিং করে। ট্রাফিক পূর্ব বিভাগ গুলিস্তানের গোলাপশাহ মাজার, শাপলা চত্ত্বর ও বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে ৩২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৩৭টি গাড়ি রেকারিং করে। ট্রাফিক পশ্চিম বিভাগ নভো থিয়েটার, ডেল্টা হসপিটাল ও খেজুর বাগান অভিযান পরিচালনা করে ৩০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৮টি গাড়ি রেকারিং ও ১০টি গাড়ি ডাম্পিং করে এবং ট্রাফিক দক্ষিণ বিভাগ তাঁতীবাজার, জিরো পয়েন্ট ও গোলাপশাহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১০৩টি গাড়ি রেকারিং ও ৩টি গাড়ি ডাম্পিং করে।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/ আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২৩ এপ্রিল, ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।