ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ০১ এপ্রিল ২০১৯ সোমবার ৮ম দিনে রাজধানীতে অভিযান চালিয়ে মোট ৮০০টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ১৪১টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২৬৪টি গাড়ি রেকারিং ও ১০টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ কামার পাড়া, হাউজ বিল্ডিং ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ২৩৫টি গণপরিবহন তল্লাশী করে ৬টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৮২টি গাড়ি রেকারিং করে । ট্রাফিক পূর্ব বিভাগ জুরাইন গলি ও ধনিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ১৬০টি গণপরিবহন তল্লাশী করে ৫২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৬৬টি গাড়ি রেকারিং করে। ট্রাফিক পশ্চিম বিভাগ দ্বীপনগর ও মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ১৩৫টি গণপরিবহন তল্লাশী করে ৪৩টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৪১টি গাড়ি রেকারিং ও ১০টি গাড়ি ডাম্পিং করে এবং ট্রাফিক দক্ষিণ বিভাগ কলাবাগান ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২৭০টি গণপরিবহন তল্লাশী করে ৪০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৭৫টি গাড়ি রেকারিং ।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/ আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২৩ এপ্রিল, ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।