ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ নাজমুল ইসলাম (২০)।
কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ০৩ মে, ২০২১ (সোমবার) রাত ০৭.৫০ টায় রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, সীমান্তবর্তী কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে সে রায়েরবাগ এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।