ডিএমপি নিউজঃ রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গেয়োন্দা মিরপুর বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গ্রেফতারকৃত হলো- মোঃ সুমন মিয়া ওরফে নোয়াখাইল্যা সুমন ওরফে খোকন (৩৭)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১৮ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ বিষয়ে গেয়োন্দা মিরপুর বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ আগস্ট, ২০২১ (সোমবার) বিকাল ০৫:০৫ টায় খিলক্ষেত থানার জোয়ার সাহারা রেল গেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে।