ডিএমপি নিউজঃ রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ জসিম মিয়া ও মোঃ শাকিল মিয়া।
২৮ অক্টোবর, ২০২১ (বৃহস্পতিবার) রাত ১২:৪৫ টায় রমনা মডেল থানাধীন শান্তিনগর হতে কাকরাইল সড়কের প্রাইম ব্যাংকের সামনে থেকে তাদেরকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, রমনা, পল্টন ও মতিঝিল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, রমনা মডেল থানাধীন শান্তিনগর থেকে কাকরাইল সড়কের প্রাইম ব্যাংকের আশপাশ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। আর তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান। রমনা মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম-সেবা এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার) হাবিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।